ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নদীয়ায় ৫ কেজি রুপাসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
নদীয়ায় ৫ কেজি রুপাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয় ৫ কেজি রুপাসহ এক ব্যক্তিকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

শনিবার (১৮ জুন) নদীয়ার কিষণগঞ্জ থানা এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে দিয়ে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

বিএসএফ সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বললে সে পালিয়ে যাবার চেষ্টা করে। বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া দিয়ে ধরে তার কাছ থেকে প্রায় ৫ কেজি রুপা উদ্ধার হয়।

তবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার (১৭ জুন) রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাও উদ্ধার করে এ দলটি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ভিএস/এনএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।