ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি ২১ জুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ত্রিপুরায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি ২১ জুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কন্যা সন্তান সুরক্ষা ও তাদের সমৃদ্ধির জন্য ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরার গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ জুন) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন কর‍া হবে।

শনিবার (১৮ জুন) ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, গোমতী জেলার সদর উপজেলার উদয়পুর নন্দিনী পার্ক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া হাসপাতালে ১শ’ শতাংশ প্রসব করানোর জন্য ৩টি গ্রাম-পঞ্চায়েত ও ৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও পুরস্কৃত করবেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, গোমতী জেলা পরিষদের সভাধীপতি সুনীতি সাহা, দুই বিধায়ক মাধব সাহা ও প্রাণজিৎ সিংহ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।