ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
আগরতলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ জুন) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দলের ত্রিপুরা শাখার চেয়ারম্যান রতন চক্রবর্তী ও কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া ৬ কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ১০ জন করে কর্মীও ছিলেন।

তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জির ত্রিপুরা সফরকে কেন্দ্র করেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।