ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদ্মায় ইলিশ নেই, কলকাতায় ‘বার্মা’ ইলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ১১, ২০১৬
পদ্মায় ইলিশ নেই, কলকাতায় ‘বার্মা’ ইলিশ

কলকাতা: ২২ হাজার রুপিতে ৪ কেজি ওজনের ইলিশ মাছ কিনে খবরের শিরোনামে এসেছেন কলকাতার এই ব্যবসায়ী। ‍ হাওড়ার পাইকারি বাজার থেকে এ ইলিশ কিনেছেন তিনি।

তবে তা পদ্মা নদীর বিখ্যাত ইলিশ নয়, মায়ানমার থেকে আনা ইলিশ! তবে তা নাকি স্বাদে-গন্ধে কোনো অংশেই পদ্মার ইলিশের চেয়ে কম যায় না৷

কেজি থেকে দেড় কেজি বা একটু বড় সাইজের মায়ানমারের ইলিশের পাইকারি দাম হাজার রুপি থেকে ১৩০০। কিন্তু চার কেজি ওজনের ইলিশ প্রায় পাওয়াই যায় না।

কলকাতার একাধিক মাছ বিক্রেতাকে নিলামে পরাজিত করে  মাছ ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজ সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দরে ইলিশটি কিনে নিয়েছেন।
তিনি জানান, তার ক্রেতার আবদার ছিলো, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছই কিনবেন। সেখানে দাম কোনো বিষয় নয়।

তবে কে এই ইলিশটি কিনেছেন তা জানাতে অস্বীকার করেন ইমতিয়াজ। তবে ওই ব্যক্তি যে তার নিয়মিত ক্রেতা, তা বোঝাই যায়। তবে নিশ্চয়ই কলকাতার কোনো বড় ব্যবসায়ী হবেন তিনি!

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।