ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মদ বিরোধী মশাল মিছিল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ত্রিপুরায় মদ বিরোধী মশাল মিছিল

আগরতলা: ত্রিপুরায় মদ বিরোধী মশাল মিছিল করেছেন এলাকার নারীরা।

ত্রিপুরার ঊনকোটি জেলা সদর কৈলাসহরের পাইতুর বাজারে মদ বিক্রি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে, সেইসঙ্গে বেড়েছে মাতালদের দৌরাত্ম্য।

এলাকার নারীরা সিদ্ধান্ত নেন নিজেরাই এই মাতালদের বিরুদ্ধে সরব হবেন।

তাই পাইতুর বাজার এলাকার নারীরা মঙ্গলবার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় একটি মশাল মিছিল করেন। তারা এলাকার প্রায় প্রতিটি রাস্তা প্রদক্ষিণ করেন। তাদের সহযোগিতা করেন কৈলাসশর থানা পুলিশ।

মিছিল শেষে নারীরা জানান, একদিকে যেমন এই এলাকায় সন্ধ্যা নামলেই কিছু লোক মদ খেয়ে রাস্তা দিয়ে চলাচলকারী মেয়েদের উত্ত্যক্ত করেন, তেমনি বাড়ি গিয়ে তাদের স্ত্রীদের শারীরিক নির্যাতন করেন। মাতালের উৎপাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাদের এই মশাল মিছিল।

কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী বাংলানিউজকে জানান, মদ বিরোধী অভিযানে পাড়ার নারীরা সামিল হওয়ায় পুলিশের কাজ আরও সহজ হবে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।