ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলীর মেয়ের গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলীর মেয়ের গাড়ি ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতার বেহালায় বাড়ির কাছে কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের গাড়ি।

তবে ডোনা গঙ্গোপাধ্যায় এবং সানা দু’জনেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

তাদের কোনো গুরুতর আঘাত লাগেনি। তারা দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সানাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার সময় কলকাতার বেহালায় জেমস লং রোডে একটি পণ্যবাহী গাড়ি ডোনা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির ক্ষতি হলেও গাড়ি যাত্রীরা রক্ষা পান।

পুলিশ গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ভিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।