ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে আটকে নেই বাংলাদেশি ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
দিল্লিতে আটকে নেই বাংলাদেশি ফ্লাইট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চার্টার প্লেন বিধ্বস্ত হওয়াকে কেন্দ্র করে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার পর থেকে দিল্লি এয়ারপোর্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এদিন দিল্লিতে নিয়মিত বাংলাদেশি ফ্লাইট ওঠা-নামা করলেও, এখন পর্যন্ত কোনো ফ্লাইট আটকা পড়েনি বলে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বাংলানিউজকে জানিয়েছে।


 
সকাল থেকে দিল্লি এয়ারপোর্ট হঠাৎ বন্ধ ঘোষণা করায় বাংলাদেশি কোনো ফ্লাইট আটকা পড়েছে কিনা তা নিয়ে মানুষের কৌতুহল বাড়তে থাকে।

এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশি কোনো ফ্লাইট আটকা পড়েনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে দিল্লি বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চার্টার প্লেন বিধ্বস্ত হয়ে এর ১০ আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে তিন বিএসএফ কর্মকর্তা ছিলেন।

বাংরাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।