ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদত্যাগ করলেন পশ্চিবঙ্গের পরিবহনমন্ত্রী মদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পদত্যাগ করলেন পশ্চিবঙ্গের পরিবহনমন্ত্রী মদন

কলকাতা: কখনও কখনও রাজার মুকুটও কাঁটার মুকুটে পরিণত হয়! সেই রকমই অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রের।

নিম্ন আদালত থেকে জামিন পেলেও উচ্চ আদালতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাকে 'প্রভাবশালী' বলে জামিন খারিজ করার পক্ষে জিজ্ঞাসাবাদ করছিল।



এর আগেও এই ‘প্রাভাবশালী’ তকমার জন্য জামিন খারিজ হয়েছিল সারদা আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের সদ্য সাবেক পরিবহন মন্ত্রীর।

যদিও বুধবার (১৮ অক্টোবর) আদালতে জামিনের শুনানি চলাকালীন ‘মন্ত্রী’ ছিলেন মদন মিত্র। কিন্তু বুধবার শুনানি শেষ হবার পর, রাতে মদন মিত্রের পদত্যাগপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জামিন খারিজের মামালার চূড়ান্ত রায় হতে পারে বলে খবর চাউর হচ্ছে। আর এর কয়েক ঘণ্টা আগে মন্ত্রী তকমা ত্যাগ করলেন শাসক দলের এই নেতা।

আদালতে দাঁড়িয়ে মদন মিত্রের আইনজীবী জানান, তার মক্কেল প্রায় ১৫ মাস আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু তা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী।

এর উত্তরে বিচারপতি বলেন, এতেই বোঝা যাচ্ছে তিনি কতোটা প্রভাবশালী ব্যক্তি।

বুধআর রাতে মদন মিত্রের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে ১৫ মাস ধরে পদত্যাগপত্র গ্রহণ না করে কেন আচমকা তা গ্রহণ করা হল, এ প্রশ্ন তুলে কটাক্ষ করছেন বিরোধীরা।

এখন দেখার বিষয় আদৌ এই পদত্যাগ মদন মিত্রের জামিনের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।