ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাটনা থেকে শিলিগুড়ির পথে: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরভাগে দার্জিলিয়ের একটি শহর ও পৌর করপোরেশনাধীন এলাকা শিলিগুড়ি। করাতকল অার প্লাইউডের জন্য বিখ্যাত এ শহর।

রয়েছে চা বাগানও।  

শহরটি ভারতের বাকী অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কৌশলগত যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। দক্ষিণের সমভূমি ও উত্তরের পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে একটি পরিবহন কেন্দ্র হিসেবেও কাজ করে শিলিগুড়ি।

৫শ ৪৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর র‌্যালি মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় পৌঁছায় শিলিগুড়িতে। তিন দেশের ৪৫শ কিলোমিটার যাত্রায় সবচেয়ে দীর্ঘ ভ্রমণ ছিলো এটি। তবে পাটনা থেকে বের হতে যতো সময় লাগবে বলে ধারণা করেছিলেন রাইডাররা, তার চেয়ে কম সময় লাগে।

এখানে সারোভার হোটেল অ্যান্ড রিসোর্টসে রাত্রি যাপন করছেন রাইডাররা। সকালে ফ্ল্যাগ অফ করে যাত্রা করবেন সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। এসময় ন্যাশনাল হাইওয়ে ৩১/এ ধরে নামছি অতিক্রম করে গ্যাংটক পৌঁছাবে দলটি। পথের দৈর্ঘ্য ১শ ৬৪ কিলোমিটার হলেও, পাহাড়ি পথে বেশ সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে।

শিলিগুড়ি দিয়ে অনেকগুলো প্রধান প্রধান রেলপথ ও মহাসড়ক চলে গেছে।

শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রাচীন বাষ্পীয় ইঞ্জিনে টানা একটি খেলনা ট্রেনগাড়ি বা টয় ট্রেন পাহাড় দিয়ে খাড়া পথ ধরে চলাচল করে এবং পর্যটকদের বহু বিখ্যাত দৃশ্য দেখার সুযোগ করে দেয়। কাছেই বাগডোগরায় একটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।

১৯৩১ সালে শিলিগুড়ি প্রথম একটি শহরের মর্যাদা লাভ করে। ১৯৪৭ সালে পাক-ভারত বিভাগের সময় ও ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে প্রচুর শরণার্থীর সমাগম হয়।

এর অাগে, মঙ্গলবার সকালে ছট পূজার মধ্য দিয়ে গঙ্গা পাড়ি দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করে র‌্যালি।

সকালে গান্ধী ময়দানের সামনে থেকে হোটেল পানাসে র‌্যালির ফ্ল্যাগ অফ করেন বিহার হাইকোর্টের দুই বিচারপতি এম.পি. সিং ও এন.পি. সিং। বিহারের প্রথা অনুযায়ী, নারিকেল ভেঙে অাশীর্বাদ জানান র‌্যালিকে।

ন্যাশনাল হাইওয়ে ৭৭, ৫৭ ও ৩১ ধরে শিলিগুড়ি পৌঁছায় ২০টি গাড়ির বহর।

মুজাফফরপুর, মাধুবানি, ফোরবেস বাগান, ডালখোলা হয়ে শিলিগুড়ি পৌঁছায় দলটি।

র‌্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের এ সিনিয়র করেসপন্ডেন্ট।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএন/এসএস

** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।