ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঁচি, ঝাড়খণ্ড থেকে: ছাউ, ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী নাচ। ২০১০ সালে ইউনেস্কো এটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটর র‌্যালি ঝাড়খণ্ডের সেরাই কেল্লায় এ নৃত্য উপভোগ করে।

ময়ূরভাজেঁ পরিবেশন করা হয় সাওতাঁলদের ঐতিহ্যবাহী এ নাচ। একজনের ওপর তিনজন। মাঝখানের দু’জন আড়াআড়ি। সবার হাতেই শঙ্খ।

ওড়িষ্যার সাগর পাড় পুরির এ নাচে দেবি কালী, দুর্গার স্তবক করা হয়। ১৪ নভেম্বর মোটর র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়।

ময়ূরজাঙ, উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসীদের এ নৃত্যও পরিবেশন করা হয়। ছয়জনের দলটি পা উঁচিয়ে উঁচিয়ে একবার কাছে আসছেন, পরক্ষণেই পেছনে যাচ্ছেন।

হাতে তলোয়ার, মাথায় লাল কাপড় বাঁধা, মুখে মুখোশের অবয়বে সাদা রঙ। আত্মরক্ষার বিভিন্ন কৌশলের এ নৃত্যও ঐতিহ্যবাহী।












বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।