ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মল্লিক বাড়ির বিসর্জনে কোয়েল মল্লিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
মল্লিক বাড়ির বিসর্জনে কোয়েল মল্লিক

কলকাতা: কলকাতার অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্য মণ্ডিত বাড়ির পূজা ‘মল্লিক বাড়ির পূজা’র বিসর্জনে পথে দেখা গেল তারকাদের ঢল। হাজির ছিলেন অভিনেতা তথা কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক।



শুক্রবার (২৩ সেপ্টম্বর) বিকেলে বিসর্জন উপলক্ষে পথে হাঁটতে হাঁটতে পথের দু’ধারে উপস্থিত সমস্ত মানুষকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক। এর আগে তিনি সিঁদুর খেলায় অংশ নেন।

দক্ষিণ কলকাতার সাবেকি বাড়ির পূজার মধ্যে অন্যতম প্রধান ‘মল্লিক বাড়ির পূজা’। এই পূজা উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতার ভবানীপুরের মল্লিক বাড়িতে হাজির হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মল্লিক বাড়ির আত্মীয়রা। প্রতিদিন পূজা দেখতে হাজির থাকেন হাজার হাজার সাধারণ মানুষ।

বিসর্জন উপলক্ষে বাড়ি থেকে পায়ে হেঁটে ভবানীপুরের আদি গঙ্গার ঘাট ‘বলরাম বোস ঘাট’-এ প্রতি বছরের মত হাজির হন মল্লিক বাড়ির সদস্যরা।

কাঁধে করে দুর্গা প্রতিমাকে গঙ্গার ঘাটে নিয়ে আসা হয়। সেখানেই হয় বিসর্জন। এই বছরেও প্রতি বছরের মত বিসর্জনে হাজির ছিলেন রঞ্জিত মল্লিক,কোয়েল মল্লিক সহ গোটা পরিবার।

কলকাতার এই ঐতিহ্য মণ্ডিত পরিবারে বিসর্জন দেখতে হাজির হয়েছিলেন বহু সাধারণ মানুষ। বিসর্জনের পরে চলে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখের পালা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ভিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।