ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাতে পেরে আমি গর্বিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানাতে পেরে আমি গর্বিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ আমার জীবনের এক বড় প্রাপ্তি। শিল্পী হিসেবে এ কাজ করতে পেরে আমি গর্বিত।



শুক্রবার (০৯ অক্টোবর) প্রতিকৃতির নির্মাতা শিল্পী সুশান্ত রায়ের সঙ্গে কথপোকথনে বাংলানিউজকে এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। চেহারার সঙ্গে মিলিয়ে বুকের মাপ করা হয়েছে ৪৪ ইঞ্চি। প্রতিকৃতি নির্মাণে ২২ কেজি মোম ব্যবহার করা হয়েছে। মোট খরচ পড়েছে তিন লাখ ৬০ হাজার রুপি।

শিল্পী আরও জানান, এক মাস দশ দিন সময় ব্যয় করে এ প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। এই এক মাস দশ দিন তিনি বঙ্গবন্ধুর লড়াই-সংগ্রামের কথা বারবার মনে করেছেন। এ কারণেই প্রতিকৃতিতে এসেছে এক লড়াকু নেতার বলিষ্ঠ রূপ।

শুক্রবার কলকাতায় মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিকৃতি উন্মোচন করা হয়।

উন্মোচনের পরপরই প্রতিকৃতি দেখতে দর্শনার্থীদের আগ্রহ ও ভিড় লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়:০০১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
ভিএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।