ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টিপু সুলতানকে নিয়ে চলচ্চিত্রে রজনীকান্তকে হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
টিপু সুলতানকে নিয়ে চলচ্চিত্রে রজনীকান্তকে হুঁশিয়ারি

কলকাতা: টিপু সুলতানকে ‘খুনি’ এবং ‘তামিল বিরোধী’ আখ্যা দিল বিজেপি। বিজেপি’র জাতীয় সচিব এইচ রাজা এই কথা জানিয়ে, ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম তারকা রজনীকান্তকে টিপু সুলতানের উপর চলচ্চিত্রে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন।



এক কন্নড় প্রযোজক কয়েকদিন আগেই টিপু সুলতানকে নিয়ে ছবি করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি এও জানান এই ছবিতে তিনি রজনীকান্তকে অভিনয়ের জন্য অনুরোধ করবেন।

সেই প্রসঙ্গে বিজেপি নেতার এই বক্তব্য বলে জানা গেছে। ভারতের বিভিন্ন মহলে একে বিজেপি-এর ‘ফতোয়া’ বলে মনে করা হচ্ছে।

যদিও রজনীকান্তের সচিব জানিয়েছেন এখন রজনীকান্ত এই ছবি করবেন বলে ঠিক করেননি। এমনকি তিনি স্ক্রিপ্টও পড়েননি।

যদিও চলচ্চিত্রের প্রাথমিক অবস্থাতেই বিজেপি’ র এই ‘ফতোয়া’ চাঞ্চল্য ফেলে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫,২০১৫
ভিএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।