ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
কলকাতার রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মূল প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে ইমেইল করে এ হুমকি দেওয়া হয়।



এ হুমকি পাওয়ার পর রাইটার্স বিল্ডিং থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। খবর পাওয়ার পর কলকাতা পুলিশের 'বোম্ব ডিস্পোজাল স্কোয়াড' দ্রুত সেখানে হাজির হয়।

এ ভবনে কোনো বোমা আছে কিনা সে কারণে ডগ স্কোয়াড ব্যবহার করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত বিস্ফোরক উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা এবং কেন এ হুমকি দিয়ে ইমেইলটি পাঠিয়েছে, তাও জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৫, ২০১৫
ভিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।