ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাজারে ইলিশের আকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
কলকাতার বাজারে ইলিশের আকাল

কলকাতা: ভর মৌসুমেও অনেকটা ইলিশহীন বলা চলে কলকাতার বাজার। কালে-ভদ্রে যদিও মিলছে, দাম আকাশ ছোঁয়া।

গত কয়েক সপ্তাহে ১২ থেকে ১৩শ রুপি প্রতি কিলো বিক্রি হলেও চলতি সপ্তাহে গিয়ে দাঁড়িয়েছে ১৬শ রুপিতে।

তবে বাজারে ইলিশ না পাওয়া গেলেও কলকাতায় ‘ইলিশ উৎসব’-এ মেতেছে রাজনৈতিক দলগুলি। তাদের কাছে জনসংযোগের নতুন মাধ্যম এ ইলিশ উৎসব। শাসক-বিরোধীদলের ছোট, বড়, মাঝারি সব নেতারাই মেতেছেন ইলিশ নিয়ে।

কলকাতার বড়ো পূজা কমিটিগুলির অবস্থাও একই। আর এসব উৎসবে ইলিশের জোগান দিতে গিয়েই বাজারে ইলিশ অমিল বলে জানিয়েছেন বিক্রেতাদের একটি অংশ।

বাংলাদেশ সফরে ইলিশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইচ্ছাতেই এখন ইলিশ উৎসব করছে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা।

বাদ যায়নি বিজেপিও। তাদের যুব মোর্চার নেতৃত্বে হয়েছে ইলিশ উৎসব। কেউ কেউ মনে করছেন এসব ইলিশের বেশ কিছুটা চোরাপথে বাংলাদেশ থেকে এসে থাকতে পারে।
তবে বাজারের ইলিশ যে মধ্যবিত্তের নাগালের বাইরে, একথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন ক্রেতা-বিক্রেতা সবাই।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা কিছু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। দাম ১২শ রুপি থেকে ১৬শ রুপি প্রতি কিলো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।