ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অধুনালুপ্ত ছিটমহলের দলিল হস্তান্তর সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
অধুনালুপ্ত ছিটমহলের দলিল হস্তান্তর সোমবার

কলকাতা: বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর হবে সোমবার (১০ আগস্ট)।

এদিন ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চ্যাংরাবান্দায় দুই দেশের ছিটমহলগুলোর (বাংলাদেশ ১১১টি ও ভারত ৫১টি) ল্যান্ড রেকর্ড হস্তান্তর অনুষ্ঠিত হবে।



ভারতীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।

এ সময় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কিভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া ছিটমহলের বিভিন্ন দিক নিয়ে কথা হবে। সেই সঙ্গে রয়েছে দুইদেশের প্রতিনিধিদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজনও।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।