ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বন্যায় পশ্চিমবঙ্গে কলেরার প্রকোপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
বন্যায় পশ্চিমবঙ্গে কলেরার প্রকোপ

কলকাতা: কলকাতাসহ দক্ষিণবঙ্গের বন্যা প্লাবিত এলাকায় বেড়েছে কলেরাসহ পেটের রোগের প্রাদুর্ভাব। এরই মধ্যে কলেরায় একজনের মৃত্যুও হয়েছে।



জানা যায়, কলকাতার বেলেঘাটায় আইডি হাসপাতালে প্রায় দু’শোজন রোগীর পেটের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।

পানিবাহিত রোগ ডায়রিয়ার তুলনায় অনেক বেশি বিপজ্জনক কলেরা। এতে মৃত্যুর হারও অনেক বেশি। বাজারে কলেরার কোনো ওষুধ নেই। একমাত্র প্রতিষেধক টিকা। এছাড়া সাধারণ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করা হয় বলেই জানান চিকিৎসকরা।

জেলাগুলিতে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে রোগ-জীবাণুর প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

চিকিৎসকদের মতে, জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার, না হলে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।