ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বন্যায় ৪৮ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
পশ্চিমবঙ্গে বন্যায় ৪৮ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ মানুষ

কলকাতা: টানা বৃষ্টিপাতের ফলে ক্রমাগত অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি। ভারতের এ রাজ্যের ১২ জেলায় বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষ।

এ দুর্যোগে এখন পর্যন্ত মোট ৪৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বীরভূম, বর্ধমান , মেদিনীপুরসহ মোট ১২ জেলায় একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে জলাধারের জল ছাড়ার ফলে এ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

বন্যা মোকাবিলায় জাতীয় বিপর্যয় বাহিনীর ১১১টি দল উদ্ধার কাজ শুরু করেছে। আরও বেশ কিছু দল পশ্চিমবঙ্গের আসছে বলে জানা গেছে।

বন্যার কারণে পাহাড় সফর বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নিজে বন্যা পরিস্থিতি তদারকি করছেন।

জানা গেছে, জরুরি পরিস্থিতি বিবেচনায় রোববার (২ আগস্ট) গোটা রাত কাজ করতে ‘নবান্নে’ থেকে যেতে পারেন মমতা।

এদিকে টানা বর্ষণে কলকাতার বেশকিছু স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। রোববার বৃষ্টি কম হলেও এর ফলে দুর্ভোগে পড়ছেন নগরবাসী।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।