ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শপথ অনুষ্ঠানে থাকছেন না মমতার মা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ১৯, ২০১১
শপথ অনুষ্ঠানে থাকছেন না মমতার মা

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না তার মা গায়েত্রী দেবী।
অসুস্থ থাকায় তিনি শুক্রবার রাজভবনে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে যেতে পারছেন না বলে জানিয়েছেন মমতার ভাই কার্তিক ব্যনার্জি।



বৃহস্পতিবার সকালে কালীঘাটে মমতার বাড়িতে কার্তিক ব্যানার্জি বাংলানিউজকে বলেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও মা শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না। ’

তিনি বলেন, ‘তবে পরিবারের অন্য সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ’

মমতা ব্যানার্জির অপর ভাই বাবুন ব্যানার্জিও অনুষ্ঠানে যাবেন।

রাজভবন থেকে পরিবারের সদস্যদের জন্য ৫০টি পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। মুখ্যসচিব সমর ঘোষ মমতার বাড়ি গিয়ে আমন্ত্রণপত্রগুলো দিয়ে আসেন।

কার্তিক ব্যানার্জি বলেন, ‘আমরা দীর্ঘদিন এ ধরনের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় ছিলাম। এটি খুব আকাক্সিক্ষত ছিল। ’

কার্তিক আরও বলেন, ‘সবাই তো শপথ অনুষ্ঠানে যেতে পারবেন না। মাত্র ৩২০০ আমন্ত্রণ পাচ্ছেন। এর বাইরে তো আরও অনেকে যেতে চাইছেন। সবাই তো যেতে পারবেন না। ’

তিনি বলেন, ‘গত এক সপ্তাহ থেকে বাড়িতে প্রচুর মানুষ আসছে। এতেও খুব আনন্দ হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।