ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাতারে চট্টগ্রাম সমিতির ইফতার

আনোয়ার হোসেন মামুন,কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কাতারে চট্টগ্রাম সমিতির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা (কাতার) থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারে চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (০১ জুলাই) রাজধানী দোহার নাজমা হৈ চৈ হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দিন সংগঠনের বিশেষ বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য দেন-সাধারণ সম্পাদক মো. ইউসুফ, উপদেষ্টা এস এম ফরিদুল হক, উপদেষ্টা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা আনোয়ার শাহ, উপদেষ্টা নাছের উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোসলেম উদ্দিন, সহ-সভাপতি কাজী হাসান বিল্লা, সহ-সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা প্রমুখ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।