ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যোগ দিবসে ভারতের ২ বিশ্বরের্কড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
যোগ দিবসে ভারতের ২ বিশ্বরের্কড

কলকাতা: বিশ্ব যোগব্যায়াম দিবস উপলক্ষে একসঙ্গে দু’টি বিশ্বরেকর্ড গড়েছে ভারত। আর এ দুই রেকর্ডই স্থান পেয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।



একসঙ্গে একই জায়গায় সবচেয়ে বেশি মানুষের যোগব্যায়ামে অংশ নেওয়া ও একই জায়গায় একসঙ্গে ৮৪টি দেশের নাগরিকদের যোগব্যায়ামে অংশ নেওয়ার বিরল ঘটনা বিশ্বরেকর্ড হিসেবে স্থান করে নিয়েছে।

রোববার (২১ জুন) দিল্লীর রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৮৪টি দেশের মোট ৩৫ হাজার ৯শ’ ৮৫ জন একসঙ্গে যোগব্যায়ামে অংশ নেন।

রোজা রেখেও মুসলিম ধর্ম‍ালম্বী অসংখ্য মানুষ এ আয়োজনে যোগ দেন। অংশ নিয়েছিলেন অন্য ধর্মের মানুষও।

বিশিষ্ট মহলের মত, আক্ষরিক অর্থে যোগ দিবস উপলক্ষে ভারতে আরও একবার নানা ধর্ম-বর্ণের মানুষের মিশে যাওয়ার চিত্র সামনে এলো।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২২ জুন, ২০১৫
এসএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।