ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মৈত্রী এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ৫, ২০১৫
মৈত্রী এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: আগামী ছয় মাসের জন্য মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) থেকে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভারতের পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা থেকে ঢাকার উদ্দেশে প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও মঙ্গলবার মৈত্রী এক্সপ্রেস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে প্রতি সপ্তাহে বুধবার, শুক্রবার ও রোববার মৈত্রী এক্সপ্রেস ছাড়বে।

তবে দিনের পরিবর্তন করা হলেও সময় ও স্টেশনের কোনো পরিবর্তন করা হয়নি। যথারীতি ট্রেনটি কলকাতার চিতপুর স্টেশন থেকে ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

নতুন দিন যোগ হওয়ায় যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

** কোলকাতা-ঢাকা-আগরতলা রুটের সৌহার্দ্য

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।