ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দুই বাংলার কবিদের কবিতা পাঠ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
কলকাতায় দুই বাংলার কবিদের কবিতা পাঠ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় দুই বাংলার কবিদের মিলনমেলা বসেছিল। রাজ্যের নিরঞ্জন সদনে বসেছিল কবিতা পাঠের আসর।



রোববার (২৪ মে) ‘রেনবো আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফাউন্ডেশন’ আয়োজিদ অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি অসীম সাহা, অ্যালবার্ট অশোক, রামায়ণ পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের উপ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখরুল ইকবাল।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন আকাশবাণী ও দূরদর্শন খ্যাত শিল্পী দোলা বন্দ্যোপাধ্যায় এবং দেবাশীষ ভট্টাচার্য।

মোফাকখরুল ইকবাল বলেন, দুই বাংলার এই সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

দুই বাংলার প্রায় ১৫ জন কবি এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেন।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ২৫ মে, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।