ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্লগার হত্যার সুবিচার চায় কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ব্লগার হত্যার সুবিচার চায় কলকাতা

কলকাতা: বাংলাদেশের ব্লগার খুনের বিচার এবং মুক্তমনাদের নিরাপত্তার দাবি জানিয়েছেন কলকাতার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ দাবিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপিও দেওয়া হবে।



এই প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা অরিন্দম চ্যাটার্জি বাংলানিউজকে জানান, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‍কাছে স্মারকলিপি দেওয়া হবে। এতে ব্লগার খুনিদের গ্রেফতার এবং মুক্তমনাদের নিরাপত্তার দাবি জানানো হবে।

একই সঙ্গে নিহত ব্লগারদের পরিবারের উদ্দেশ্য শোকবার্তাও পাঠানো হবে বলে জানান তিনি।

ধর্মীয় মৌলবাদীদের দ্বারা বাংলাদেশের মুক্তমনাদের ওপর আক্রমণ পশ্চিমবঙ্গের  সাধারণ মানুষদের বিচলিত করেছে বলেও জানান অরিন্দম।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি মানবাধিকার। তাই এ ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ না জান‍ালে ভবিষ্যতে ধর্মীয় মৌলবাদ আরও মাথাচড়া দিয়ে উঠবে।

এদিকে স্মারকলিপিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বাক্ষর করেছেন। কোন সংগঠন কিংবা রাজনৈতিক দলের বাইরে সাধারণ নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ পশ্চিমবঙ্গের বিভিন্ন মহলে এরইমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ১৭,২০১৫
বিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।