ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেপালের জন্যে এক মঞ্চে দুই বাংলার শিল্পীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ৩, ২০১৫
নেপালের জন্যে এক মঞ্চে দুই বাংলার শিল্পীরা

কলকাতা: নেপালের দুর্গত মানুষদের জন্য কলকাতায় গলা মেলাবে দুই বাংলার শিল্পীরা। ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়াতে কলকাতায় আয়োজিত এক সঙ্গীত অনুষ্ঠানে ৫ জুন গান গাইবেন বাংলাদেশের শিল্পী অর্ণব (সায়ন চৌধুরী) এবং কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাস।

সঙ্গে থাকবে প্রখ্যাত তবলা বাদক তন্ময় বোসের ‘তালতন্ত্র’।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাঙলানাটক ডট কম’ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাঙলানাটক ডট কম-এর তরফে অমিতাভ চৌধুরী জানিয়েছেন কলকাতা এবং বাংলাদেশের বন্ধুরা মিলে তারা এই উদ্যোগ নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন প্র্যত্যেকটি মানুষ বিভিন্ন ভাবে নেপালের পাশে দাঁড়াচ্ছে। তাদের তরফ থেকেও তাই চেষ্টা করা হচ্ছে বিধ্বস্ত নেপালকে গড়ে তোলার কাজে সাহায্য করতে।

‘নেপাল বেনিফিট কনসার্ট’ নামের সমস্ত টিকিট বিক্রির অর্থ নেপালের পুনর্গঠন এবং মানুষদের সাহায্যের জন্য পাঠানো হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।