ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হরতাল

বাংলাদেশগামী বাসের শিডিউল পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বাংলাদেশগামী বাসের শিডিউল পরিবর্তন

কলকাতা: হরতালের কারণে কলকাতা থেকে বাংলাদেশগামী সকল বাসের শিডিউল পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

সাধারণ দিনে ভারতীয় সময় ভোর ৬টা থেকে বেলা ১১টার মধ্যে বাসগুলো কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কিন্তু হরতালের কারণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় বাসগুলো এক সঙ্গে কলকাতা থেকে রওনা দেয়।

বামফ্রন্ট ও বিজেপির ডাকা ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘটের সঙ্গে বাম ট্রেড ইউনিয়নগুলো এবং আইএনটিইউসি-এর ডাকে  চলছে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) ভোর ৬টা থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে হরতাল।

কলকাতা থেকে বাংলাদেশগামী গ্রীণ লাইন, সৌহার্দ এবং শ্যামলী ইত্যাদি বাস সার্ভিস কর্তৃপক্ষের অনুমতিতে একই সঙ্গে কলকাতা থেকে বাসগুলো ভোরে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

আগে থেকে ঘোষণা দেওয়ায় যাত্রীরা ভোর ৪টার সময়ই বাসে ওঠার জন্য হাজির ছিলেন। এই কারণে অনেকেই বুধবার (২৯ এপ্রিল) রাতে বাস স্ট্যান্ডের কাছাকাছি হোটেল গুলিতে অবস্থান নেন বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
বিএস/

** কলকাতাসহ পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।