ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দ্বিতীয়বার ভূমিকম্পে কলকাতায় মেট্রোরেল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
দ্বিতীয়বার ভূমিকম্পে কলকাতায় মেট্রোরেল বন্ধ

কলকাতা: দ্বিতীয়বার কেঁপে উঠল কলকাতা। প্রথমবার ৭.৫ মাত্রার ভূমিকম্পের ১২ মিনিট ১৯ সেকেন্ড পর আবারও ভূমিকম্প অনুভূত হল।

তবে এবারের মাত্রা আগের থেকে বেশ কিছুটা কম।

এরই মধ্যে দার্জিলিং জেলায় দু’টি বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে। কিছুক্ষণের জন্য কলকাতায় বন্ধ হয়ে যায় মোবাইল সার্ভিস।

দ্বিতীয়বার কম্পনের পর কলকাতায় শুরু হয়েছে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি।

ইতোমধ্যেই কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেল চলাচল। পশ্চিমবঙ্গের সমস্ত কয়লা খনিগুলো থেকে শ্রমিকদের বের করে আনা হয়েছে।

কলকাতার প্রায় সমস্ত অফিস ও কারখানা থেকে লোকজন বের হয়ে এসেছেন। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাড়ি ছেড়ে প্রচুর লোকজন রাস্তায় জড়ো হয়ে আছেন। বহুতল ভবনগুলো থেকে পথে নেমে এসেছেন মানুষ।

পরপর দু’বার ভূমিকম্পে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে কলকাতায়।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এএসআর

** ভূমিকম্পে দিল্লিতে মেট্রো সার্ভিস বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।