ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রচণ্ড গরমের আশঙ্কা কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
প্রচণ্ড গরমের আশঙ্কা কলকাতায়

কলকাতা: ‘এল নিনো’র (বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে সমুদ্রের মাঝে প্রচণ্ড গরম বা উষ্ণতা) প্রভাবে চলতি মৌসুমে কলকাতাবাসীকে গরমে নাজেহাল হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

একদিকে কড়া রোদ অন্যদিকে থাকবে শুকনো গরম হাওয়া।



পহেলা বৈশাখের পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রা। বৃষ্টির আশায় বসে থাকা শহরবাসীকে কোনো আশ্বাসবাণী শোনাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। গত দুইদিনে শহরের অস্বস্তি সূচক বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা এরই মধ্যে ৪১ ডিগ্রি ছুঁয়েছে।

আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্বল নিম্নচাপ অক্ষরেখার কারণেই দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। এ কারণে অস্বস্তি সূচক বাড়বে বলে জানা গেছে।

অন্যদিকে ভারতে ‘এল নিনো’র প্রভাবে কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান আবহাওয়াবিদরা। যদিও এল নিনোর প্রভাবের কথা সরকারি ভাবে স্বীকার করা হয়নি।

যদি এল নিনোর প্রভাবে আগামী বর্ষা মৌসুমে কম বৃষ্টিপাত হয় তবে চাষের ক্ষেত্রে অনেক সমস্যা হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এতে একদিকে যেমন কৃষকদের সমস্যা বাড়বে অন্যদিকে ফলন কম হওয়া ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে।

বিভিন্ন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, খরিপ এবং রবি শস্যের ফলন ভারতে মোটেও ভাল হয়নি। এরপর বৃষ্টি কম হলে সরাসরি এর প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।