ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রানাঘাট গণধর্ষণ ঘটনায় জারি হচ্ছে ‘লুক আউট’ নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
রানাঘাট গণধর্ষণ ঘটনায় জারি হচ্ছে ‘লুক আউট’ নোটিশ

কলকাতা: পশ্চিমবঙ্গে রানাঘাট গণধর্ষণ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু করছে সিআইডি।

আগামী সোমবার (০৬ এপ্রিল) সিবিআই’র কাছে ‘লুক আউট’ নোটিশ জারি করার ব্যাপারে সিআইডি আবেদন করবে।



সূত্র জানিয়েছে, মোট চারজনের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হবে। এই চারজনের পাসপোর্ট রয়েছে বলে জানতে পেরেছে সিআইডি’র গোয়েন্দারা।

‘লুক আউট’ নোটিশ জারি করার পর ভারতের প্রতিটি বিমানবন্দরে ওই চারজনের ছবি পৌঁছে দেওয়া হবে। তাদের মধ্যে কেউ ভারতে প্রবেশ করলে বা ভারত থেকে পালিয়ে অন্য দেশে যেতে চাইলে, তাদের আটক করা সহজ হবে।

সোমবার দিল্লিতে এ বিষয়ে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করবেন সিআইডি গোয়েন্দারা।

এরপর তারা লুধিয়ানায় গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে লুধিয়ানা রওনা দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।