ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীকে মমতার চিঠি: তিস্তা নিয়ে সবুজ সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
মোদীকে মমতার চিঠি: তিস্তা নিয়ে সবুজ সংকেত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বাংলাদেশ সফরের বিষয়ে বিস্তারিত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এ খবর পাওয়া গেছে।



চিঠিতে মমতা তিস্তা চুক্তি নিয়ে তার অবস্থানের কথা পরিষ্কার করেছেন বলে জান‍া গেছে।

সূত্র জানায়, চিঠিতে তিস্তা চুক্তি নিয়ে সবুজ সংকেতের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আগামী এপ্রিল-মে নাগাদ ঢাকা সফরে আসতে পারেন মোদী। সফরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিতে চান বলেও জানায় সূত্র।

সূত্র জানায়, তিস্তা চুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে যে সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে সেগুলো মিটিয়ে ফেলা সম্ভব বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

আগামী ৯ মার্চ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। বৈঠকের আগে এ চিঠি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।