ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিল’র শুটিং শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
যৌথ প্রযোজনার ছবি শঙ্খচিল’র শুটিং শুরু মঙ্গলবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’-এর শুটিং শুরু হতে চলেছে মঙ্গলবার (৩ মার্চ) ।

কলকাতার পার্ক হোটেলে সোমবার (২ মার্চ) সংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান চলচ্চিত্রটির পরিচালক গৌতম ঘোষ।



চলচ্চিত্রটি প্রযোজনা করছে আর্শিবাদ চলচ্চিত্র, ইমপেক্স টেলিফ্লিম এবং আইডিয়াস। এসময় উপস্থিত ছিলেন অন্যতম প্রযোজক হাবিবুর রহমান খান।

ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুসুম শিকদারসহ দুই বাংলার শিল্পীরা।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের টাকিতে চলচ্চিত্রের প্রথম পর্যায়ের শুটিং শুরু হবে বলে জানান পরিচালক গৌতম ঘোষ। পরবর্তী পর্যায়ের শুটিং হবে খুলনা, সাতক্ষীরাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়।

‘মনের মানুষ’ চলচ্চিত্রের পর গৌতম ঘোষের এটি দুই বাংলার যৌথ প্রযোজনায় দ্বিতীয় চলচ্চিত্র।
তিনি আশা প্রকাশ করেন এই চলচ্চিত্র দুই বাংলার মানুষকেই আনন্দ দেবে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।