ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অভিজিৎ হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
অভিজিৎ হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে  ভাষা ও চেতনা সমিতি নামে একটি সংগঠন।

রোববার (০১ মার্চ) কলকাতার রবীন্দ্রসদন থেকে শুরু হয়ে মিছিলটি গোটা এলাকা প্রদক্ষিণ করে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে শেষ হয়।



মিছিলে উপস্থিত ছিলেন কলকাতার সাবেক মেয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জিয়াদ আলি, চন্দন সেন, প্রাণোতোষ বন্দ্যোপাধ্যায়সহ সাধারণ মানুষ।

মিছিল থেকে এ বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি গোটা বিশ্বজুড়ে মৌলবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সবশেষে রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে  মোমবাতি জ্বালিয়ে অভিজিৎ রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অভিজিৎ নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।