ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বনগাঁ-কৃষ্ণগঞ্জে তৃণমূলের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
পশ্চিমবঙ্গের বনগাঁ-কৃষ্ণগঞ্জে তৃণমূলের জয়

কলকাতা: পশ্চিমবঙ্গের বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভা নির্বাচনে জয় পেলো তৃণমূল কংগ্রেস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে বনগাঁ লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম-এর দেবেশ দাস।

অন্যদিকে  কৃষ্ণগঞ্জ  বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস জয় পেয়েছেন। তিনি বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন।

এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।

একদিকে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যে বাড়তে থাকা বিজেপির হাওয়া- এর মধ্যেই দু’টি নির্বাচনে জয় ভালোই শক্তি জোগাবে পশ্চিমবঙ্গের শাসক দলকে।

কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানটি সিপিএম-এর। তবে দিল্লির নির্বাচনের মতোই জাতীয় কংগ্রেসের অবস্থা পশ্চিমবঙ্গেও খুবই খারাপ। চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।

ভোটের ফলাফলে ভোটারদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিল।

ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বামফ্রন্টের ভোটের একটা বড় অংশ বিজেপির ঝুলিতে গেছে। ভোটের ফলাফলে যথেষ্টই খুশি তৃণমূল নেতৃত্ব। আগামী ২০১৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে বলে স্পষ্ট এখন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।