ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুকে একটি গোষ্ঠীর বলে চিহ্নিত করা উচিৎ নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
কবিগুরুকে একটি গোষ্ঠীর বলে চিহ্নিত করা উচিৎ নয়

কলকাতা: কবিগুরুকে একটি জাতি বা একটি গোষ্ঠীর বলে চিহ্নিত করা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রবীন্দ্রভারতী সোসাইটির আয়োজনে ‘রবীন্দ্রনাথ এবং মর্ডানিটি’ শীর্ষক আলোচনা সভায় তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বক্তব্যে জকি আহাদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সময়ের গণ্ডীর মধ্যে ধরা সম্ভব নয়। রবীন্দ্রনাথের রচনার প্রভাব যুগের পর যুগ বর্তমান থাকবে।

এসময় তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা বলে রবীন্দ্রনাথের বিশ্বজনীন আবেদনের কথা তুলে ধরেন।

বিষয় ভাবনার নিরীখেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীর বৈচিত্র্য পরিমাপ করা অসম্ভব বলে জানান তিনি।

দু’দিনব্যাপী আলোচনা সভার এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও রবীন্দ্রভারতী সোসাইটির সভাপতি চিত্তোতোশ মুখোপাধ্যায়, রবীন্দ্রভারতী সোসাইটির সহ সভাপতি সুজিত কুমার বসু, রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।