ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বীজপুরের তৃণমুল প্রার্থীকে গ্রেপ্তারের নির্দেশ ইসির

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

কলকাতা: ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়ের ছেলে ও বীজপুর বিধানসভার তৃণমুল প্রার্থী শুভ্রাংশু রায়কে অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে বেলদাঘাটায় শুভ্রাংশু রায় ও তার সঙ্গীরা ইসির আধিকারিক সিদ্ধাথশঙ্কর রায় ও অন্যান্য কর্মচারিদের ওপর ব্যাপক হামলা করে।

তাদের অপরাধ তারা ইসির নিয়ম মেনে বেআইনি বিলবোর্ড ও দেওয়াল লিখন মোছার কাজ করছিল।

তাদের গাড়ি ও ক্যামেরা ভেঙে ফেলে তৃণমুলকর্মীরা।

 ইসি সূত্রে জানা গেছে, ওই ঘটনায় গুরুতর জখম সিদ্ধার্থশঙ্কর রায়ের অবস্থা এখন আশঙ্কাজনক। তার সিটি স্ক্যান করাতে হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বীজপুরের তৃণমুল প্রার্থী ও সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বীজপুর থানার পুলিশ জানায়, এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে। ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 এর মধ্যে আছে স্থানীয় তৃণমুল নেতা খোকন তালুকদার। শুভ্রাংশু রায়কে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।