ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহসীন আলির হাতে ভারতীয় সেনাবাহিনীর বিজয় স্মারক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
মহসীন আলির হাতে ভারতীয় সেনাবাহিনীর বিজয় স্মারক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলির হাতে বিজয় স্মারক তুলে দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এম এম এস রাই। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে তিনি এ স্মারক তুলে দেন।



সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার ফোর্ট উইলিয়ামে মন্ত্রীর হাতে এ বিজয় স্মারক তুলে দেওয়া হয়।

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে ২৭ জন মুক্তিযোদ্ধা এবং ৬ জন বাংলাদেশের সেনা কর্মকর্তা কলকাতায় হাজির হয়েছেন।

অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।