ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টপ অর্ডারের প্রতিযোগিতাকে চাপ ভাবছেন না লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
টপ অর্ডারের প্রতিযোগিতাকে চাপ ভাবছেন না লিটন লিটন দাস

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হওয়ার পালা। সিরিজে বাংলাদেশের ওপেনাররা নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতেও নবাগত সাদমান, অভিজ্ঞ ইমরুল কায়েসরা টপ অর্ডারের শক্তির জানান দিয়েছেন।

এমন না যে, ওয়ানডেতে খুব বাজে ফর্মে আছেন লিটন। সর্বশেষ ওয়ানডেতে শুন্য রানে আউট হলেও তার আগে ৮৩, তার আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস।

কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ইমরুল কায়েসের ফর্ম সব পাল্টে দিয়েছে। তিন ম্যাচে করেছেন দুটি সেঞ্চুরি, একটিতে আউট হয়েছেন ৯০ রানে। স্ট্রাইক রেট একশর বেশি।

আবার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতিমূলক ম্যাচে ইনজুরি থেকে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। সেই সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সৌম্য সরকার। দলের টপ অর্ডারে এমন প্রতিদ্বন্দ্বিতা নির্বাচকদের জন্য মধুর সমস্যা হয়ে দাঁড়াবে সন্দেহ নেই। তাকে কপাল পুড়তে পারে যে কারো। কিন্তু এমন প্রতিযোগিতাকে সাদরে গ্রহণ করছেন লিটন দাস।

আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন দাস বলেন, 'এটা (টপ অর্ডারের প্রতিযোগিতা) আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে। '

'এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, এই ব্যাপারটা ভালো। যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে পারে। যারা খেলে, তাদেরও চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে। এটা ভালো ব্যাপার। '

কিন্তু এতে লিটনের দলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় দেখা দিতে পারে। কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ এই ডানহাতি ব্যাটসম্যান।

'আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেই চেষ্টা করব। '

লিটনের কাছে প্রতিটি সুযোগই গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে তার সদ্ব্যবহার করার সব রকম চেষ্টা করবেন বলেও জানালেন, 'তেমন কোনো চাপ নেই। ক্রিকেট খেলি তো সবসময় পারফর্ম করার জন্যই। যে কোনো অবস্থায় পারফর্ম করার চেষ্টা করব। '

উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও ফিফটির দেখা পেয়েছিলেন লিটন। কিন্তু তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ধারাবাহিকতার অভাব। তবে এটা নিয়ে খুব একটা ভাবছেন না তিনি।

'মাথার ভেতর ধারাবাহিকতা বা এরকম কিছু কাজ করছে না। টেস্ট খেললাম মাত্র। তিনটি টেস্ট খেলেছি। তার পর ওয়ানডে আসছে। চেষ্টা করব পারফর্ম করার। ধারাবাহিকতা বা চাপ, এসব নিয়ে ভাবছি না। '

ওয়েস্ট ইন্ডিজ দলটি সংক্ষিপ্ত পরিসরে বেশ ভিন্নরূপে হাজির হয় যার একটা ঝলক আজকের প্রস্তুতি ম্যাচেই দেখা গেছে। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩১ রান করে ফেলেছিল তারা। জবাবে বাংলাদেশও কম যায়নি। এমন কঠিন টার্গেটও পেরিয়ে গেছে টাইগাররা, যদিও তা ডিএল ম্যাথডে। কিন্তু রান রেট জেতার মতো ছিল বলেই তো জয় এসেছে। তবে ওয়ানডে সিরিজে কোনো দলকেই ফেবারিট মানছেন না লিটন।

'ফেবারিট বলব না আমরা। ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ ওয়ানডেতে ওরা শক্তিশালী দল। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জেতার। দেশের মাটিতে খেলা, একটু সুবিধা আমরা পেতে পারি হয়তো। '

দলে সুযোগ পেলে কোন পজিশনে ব্যাটিং করতে চান তা নিয়ে প্রশ্ন করা হলে লিটন বলেন, 'এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। '

দল যখন বিকেএসপিতে প্রস্তুতিমূলক ম্যাচ খেলায় ব্যস্ত লিটন তখন ব্যাটিংয়ে মনোযোগ আরও বাড়ানোর জন্য কাজ করছেন লিটন। কিন্তু সেটা কি উপায়ে করছেন জানতে চাইলে লিটনের উত্তর, 'সত্যি বলতে, কিছু কিছু ক্রিকেটার আছেন, শুরু ভালো পায়, বড় করতে পারে না। তারা হয়তো অনেক কিছু চিন্তা করে। আমার যেগুলো আউট দেখবেন, আমি শুরুই পাচ্ছি না। শুরুটা নিয়েই তাই ভাবছি বেশি। ব্যাটিং কোচের সঙ্গে কথা হচ্ছে, কাজ করছি। '

আগামী ৯ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।