প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল বাংলাদেশ। তবে ৫ উইকেটের জয় তুলে নিয়ে সেই ধারা ভাঙে ক্যারিবিয়ানরা।
সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। আলজারি জোসেফের জায়গায় অভিষেক হয়েছে মার্কিনো মিন্ডলের।
বাংলাদেশেরও বদল একটি। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরিফুল ইসলামকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মার্কিনো মিন্ডলে, গুদাকেশ মোতি, জেইডেন সিলস।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এএইচএস