ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘খারাপ লাগা’ থাকে, তারকাদের ভিড়ে তবুও প্রস্তুত থাকেন অঙ্কন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
‘খারাপ লাগা’ থাকে, তারকাদের ভিড়ে তবুও প্রস্তুত থাকেন অঙ্কন

সিলেট থেকে: সংবাদ সম্মেলনে আসার পথে মাহিদুল ইসলাম অঙ্কনের মুখভার। কথা বলার পুরোটা সময়েও তার কণ্ঠে অতৃপ্তির ছাপ।

এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু তবুও দলকে জেতাতে পারেননি।  

এমনিতে অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করছেন তিনি। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১৫ ইনিংসে ৪ হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ৫৭৪ রান করেন তিনি। সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও ৭ ইনিংসে আছে দুই সেঞ্চুরি।  

কিন্তু ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফরমার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেশির ভাগ সময়ই কাটান বেঞ্চে বসে। গত তিন বছর ধরে তিনি খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। সুযোগ পেলেও বাদ পড়ার শঙ্কা কি পারফরম্যান্সেও প্রভাব ফেলে?  

অঙ্কন বলেন, ‘আমি এনিয়ে তৃতীয়বার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছি। আমি মনে করি, যে দল চারবার চ্যাম্পিয়ন হয়েছে ওই দলে খেলতে হলে অবশ্যই মানসিকভাবে শক্ত হতে হবে। এই সব বড় তারকার ভিড়ে আমিও ভালো খেলতে পারবো বিশ্বাস করি, এজন্য প্রস্তুত রাখি নিজেকে। ’

‘অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে খারাপ লাগা থাকে। কিন্তু এটা পার্ট অব গেম। সবসময় চেষ্টা করি আমার কাছে যেটা আছে, সেটা নিয়ে কাজ করার। ’

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও তার ইনিংস ছিল কিছুটা ধীরগতির। ৪ চার ও ৩ ছক্কার ইনিংসে ৫৫ বলে ৬৩ রান করেন তিনি। পরে অঙ্কনের দল ম্যাচ হারে ৮ রানে। আরেকটু কম ডট বল না খেলতে পারার আফসোস ছিল অঙ্কনের।

তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমার ইনিংসে আরও কিছু শট খেলতে পারতাম। একটু কম ডট হলেও ভালো হতো। কিন্তু দিনশেষে ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগতো। ম্যাচটা আসলে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারতেছিলাম। আমি মনে করি, আমার ইনিংসে যদি আরও ১০ রান বেশি হত, তাহলে আমরা সহজে জিততে পারতাম। ’
 
বাংলাদেশ সময় : ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।