ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

জাবি: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্ররীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল শেষে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৮ বছর পরেও এমন অবস্থায় এসে দাঁড়িয়েছি, যে সময় আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। যারা এ নিকৃষ্ট কাজটি করেছে তারা মানুষ নয়। তাদের সমাজের নিম্নস্তরে নিক্ষেপ করা উচিত। অতিদ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। ’

এদিকে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং ধর্ষক তৈরির সংস্কৃতি সমূলে উৎপাটন করাসহ সব ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেল পুনর্গঠন করার দাবিতে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

বাঙলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ