ঢাকা: ৬ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।
তিনি বলেন, ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যায়ক্রমে বসিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ করবে নাগরিক কমিটি।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সব থানা-উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় শহিদ মিনারে ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত ১৫ বছরের সকল গুম-খুন-ক্রসফায়ার-ধর্ষণসহ সব ধরণের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও, পুরা ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ৬ দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালিত হবে।
৬ দফা হলো- ১. ভারতের সঙ্গে সব চুক্তি উন্মোচন করতে হবে। অসম ও পরিবেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে; ২. ভারত-বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে; ৩. দ্রব্যমূল্যে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে; ৪. গত ১৫ বছরে হিন্দু, বৌদ্ধসহ সব সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে; ৫. পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য স্পষ্ট ভূমিকা নিতে হবে; ৬. অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে।
নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার কবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম নিয়ে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি ১৩ দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসাবে গঠন করতে হবে। এছাড়াও, সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম ব্লকের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে।
তিনি বলেন, আপনারা জানেন ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ‘শ্বেতপত্র প্রণয়ন কমিটি’ সোমবার তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে- গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিণ্ডিকেট। এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ। এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানাই আমরা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
এফএইচ/এমজে