ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেবহাটায় ইউপি চেয়ারম্যান রতনের বুকে গুলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
দেবহাটায় ইউপি চেয়ারম্যান রতনের বুকে গুলি  সখিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন গুলিবিদ্ধ

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সখিপুর মোড়ে তার গুলি চালানো হয়।  

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে পারুলিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন রতন।

পথে সখিপুর মোড়ে এলে একটি প্রাইভেটকার তার গতিরোধের চেষ্টা করে। এ সময় তিনি না থেমে এগুতে থাকলে প্রাইভেটকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার বুকে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।  

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ