ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের সমাবেশস্থল থেকে ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ছাত্রদলের সমাবেশস্থল থেকে ককটেল উদ্ধার

ঢাকা: রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছাত্রদলের সমাবেশস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অডিটরিয়ামের বাইরে পশ্চিম পাশ থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছিলো।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, সমাবেশস্থল থেকে দু’তিনটা ককটেল উদ্ধার করা হয়েছে।

এ অবস্থায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অডিটরিয়ামে সমাবেশের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। অডিটরিয়ামের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ