ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবলীগ কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবলীগ কর্মী আটক

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবাসহ মাসুদ হোসেন (৪০) নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার শেরশাহ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাসুদ ঈশ্বরদী শহরের পূর্বটেংরী হাসপাতাল রোড এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে এবং পৌর যুবলীগ ৭ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী-সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের শেরশাহ রোড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মাসুদকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ