ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র মুক্তির আন্দোলন স্তব্ধ করা যাবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
‘গণতন্ত্র মুক্তির আন্দোলন স্তব্ধ করা যাবে না’ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সমাবেশ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলন স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নেতারা।  

তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।

কিন্তু দেশের মানুষ গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপি’র পাশে রয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহমেদ বুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দ, কোতোয়ালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ