ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘এবারের নির্বাচন ছিল যুদ্ধ, হেরে গেলে অস্তিত্ব বিলীন হতো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
‘এবারের নির্বাচন ছিল যুদ্ধ, হেরে গেলে অস্তিত্ব বিলীন হতো’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, গত কয়েকদিন আগে ৭ জানুয়ারি যে নির্বাচন হলো আপনারা দেখেছেন, এ নির্বাচন আমাদের জন্য কঠিন যুদ্ধ ছিল। এ যুদ্ধে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত।

আপনাদের পরিশ্রমের কারণে আমরা বিজয় লাভ করেছি।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ ও ১১ নং ওয়ার্ডে শামীম ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের লেবাসধারী যারা আছেন অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। এই যুদ্ধে তাদের আমরা পাইনি। ওদের চক্রান্ত চলতেই থাকবে। ওদের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এখানে অনেক স্মৃতি আছে৷ এই হাজীগঞ্জ আওয়ামী লীগের দুর্গ, মুক্তিযোদ্ধাদের দুর্গ। আমি তাদের সকলকে স্মরণ করছি।

তিনি আরও বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দানবীর খ্যাত সেলিম ওসমান এখানে পুনরায় নির্বাচিত হয়েছে। আপনাদের পরিশ্রম এটা৷ তাই আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ