ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেট-৫: সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
সিলেট-৫: সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

সিলেট: সিলেট-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাব্বির আহমদ। বুধবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি।

সাব্বির জানান, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করলেও বাস্তবে সে পরিবেশ নেই। এ কারণে নির্বাচন বয়কট করছেন।

তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

সাব্বির বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার ও নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনী মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয়ে কমিশনে অভিযোগও দিয়েছেন তিনি।  

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্টির সিদ্ধান্ত কিংবা সমন্বয়হীনতার কারণে তিনি নির্বাচন বয়কট করছেন না।  

সংবাদ সম্মেলনে তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সিলেটের ১৯টি আসনে এ নিয়ে জাতীয় পার্টির তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অন্যরা হলেন, হবিগঞ্জ-১ আসনের সংকর পাল ও সুনামগঞ্জ-১ আসনে আব্দুল মান্নান তালুকদার।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এনইউ/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।