ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
নৌকায় ভোট চেয়ে বহিষ্কার বিএনপি নেতা বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামে

জামালপুর: জেলার বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ায় মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

বুধবার (১৩ ডিসেম্বর) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদাগর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়৷ 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম দাদাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মানিক সওদারগর বলেন, গত শুক্রবার রাত ৮টায় বকশীগঞ্জ পৌর এলাকার কাঁচাবাজারে বাজার সমিতির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার মেয়র বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুম্মান তালুকদার সভায় বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কাঁচাবাজার সমিতির সভাপতি ও মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা। এক পর্যায়ে তিনি নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে আজ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাইফুল ইসলামের মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। যে কারণে সদ্য বহিষ্কৃত এ বিএনপি নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩    
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ