ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে: আমু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
আগামী নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে: আমু

ঝালকাঠি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ভিত্তিতেই হবে বলে মন্তব্য করে আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহাবস্থানে বসবাস করে ধর্মীয় উৎসব পালন করে। তাতে সংখ্যালঘুদের নির্যাতন নিষ্পেশন সহ্য করতে হয় না।

আওয়ামী লীগ সরকারের সময়ই সবাই স্ব স্ব বিষয়ের পাশাপাশি পরমতসহিষ্ণু বিষয়েও সচেতন থাকেন। তাই সবার সমর্থন নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে আওয়ামী লীগ। আর সেই নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতেই।

জন্মাষ্ঠমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ঝালকাঠি শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যখন সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে তখন ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সব অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়। এর পরে যারা ক্ষমতায় এসেছে তারাই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সবার মুখে হাসি ফুটেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মদন মোহন আখড়া বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধরির সভাপতিত্বে জেলা প্রশাসক ফারাহ হুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ উপদেষ্টা বাবু রঞ্জন কর্মকার বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা এবং সাধারণ সম্পাদক তরুণ কর্মকার অনুষ্ঠান পরিচালনা করেন। পরে অতিথিদের নিয়ে ফিতা কেটে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন আমির হোসেন আমু।  

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ