ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে বিএনপি প্রতিহত করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে বিএনপি প্রতিহত করবে’

টাঙ্গাইল: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমাবেশ করেছে।

শুক্রবার (১৯ মে) শহরের ব্যাপারীপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ।  সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলেও বিএনপি যে কোনো মূল্যে প্রতিহত করবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ